প্রকাশিত: Tue, Jul 30, 2024 3:23 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:00 PM

[১]তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পুনরায় তদন্ত চায় রাষ্ট্রপক্ষ

এম.এ. লতিফ: [২] রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেয়ার অভিযোগে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় ডিবি’র দেয়া অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য দিন ধার্য ছিল।  

[৩] এদিন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ২২ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য তারিখ ধার্য করেন।

[৪] এর আগে ০২ ডিসেম্বর, ২০২৩ইং মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপ-পরিদর্শক হাসানুজ্জামান ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে মর্মে সম্পূরক চার্জশিট দাখিল করেন।

[৫.১] মামলার সম্পূরক চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন,২৩ ফেব্রুয়ারি, ২০২১ মামলার বাদী ও তার বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বসে মোবাইল ফোনে ইউটিউবে ভিডিও দেখছিলেন। এসময় ‘জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দিলেন তারেক রহমান’ শিরোনামে একটি ভিডিও তাদের নজরে আসে। সম্পাদনা: সমর চক্রবর্তী